খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পাঁচ মাস পর পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ক্লাস শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শিক্ষক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক বৈঠক শেষে এ ঘোষণা দেন উপাচার্য।
তিনি বলেন, ‘সবকিছু অনুকূলে থাকলে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের সে অনুযায়ী আগেভাগে হলে ফিরে আসার অনুরোধ করছি।’
গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কুয়েট ক্যাম্পাস। এর পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঘটনার বিচার ও উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা একদফা আন্দোলন ও আমরণ অনশন শুরু করে। পরে সরকার ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে। ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. মো. হযরত আলীকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে ক্লাস শুরুর ঘোষণা এলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে ফেরেননি। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস না নেওয়ার ঘোষণা দেয় কুয়েট শিক্ষক সমিতি।
এরই মধ্যে ২১ মে ড. হযরত আলী উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে কার্যত অচল অবস্থায় ছিল কুয়েট। অবশেষে ২৪ জুলাই বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
আপনার মতামত লিখুন :