ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৪:৪৭ পিএম
পবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ দিন সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল সাড়ে ১০টায় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ‘জুলাই ২৪ গণঅভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্য ও সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মুহসিন হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান। আলোচনায় অংশ নেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ, জনসংযোগ দপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।