জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিলেট ভবনে শিক্ষার্থীদের দাবির মুখে ভোট গণনা শুরু হয়। শুরুতেই কবি নজরুল হলের ভোট গণনার মধ্য দিয়ে গণনা করা হয়।
বিভিন্ন প্যানেলের প্রার্থীদের আপত্তির মুখে ওএমআর মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে ভোট গণনার পরিকল্পনা থাকলেও শেষ দিকে এসে এ সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে ভোট গণনা চলছে।
ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ হতে আগামীকাল দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম সাংবাদিকদের জানান, নির্বাচনের ফল পেতে আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন