জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা চলছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের মধ্যে ১০টি হলের ভোটগণনা সম্পন্ন হয়েছে। বাকি ১১টি হলের গণনা চলমান রয়েছে। হলগুলোর ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আহমেদ সুমন জানান, ‘ভোরের দিকে কয়েকটি হলের প্রার্থীদের পোলিং এজেন্ট উপস্থিত না থাকায় গণনা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। তবে এজেন্ট উপস্থিত থাকা হলগুলোর ভোটগণনা নিরবচ্ছিন্নভাবে চলছে।’
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ১০টার কিছু পর সিনেট ভবনে ভোট গণনার কাজ শুরু হয়।
সিনেট ভবনে নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, এক সঙ্গে দুটি করে হলের ভোটগণনা করা হচ্ছে। প্রথমে হল সংসদের ভোট, এরপর কেন্দ্রীয় সংসদের ব্যালটগণনা হবে।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী রাত পৌনে ৩টার দিকে সাংবাদিকদের বলেন, ‘এখনো কেবল হল সংসদের গণনা চলছে। সকাল পর্যন্ত ১০টি হলের কাজ শেষ হয়েছে। বাকি হলগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হবে। সব মিলিয়ে ফলাফল ঘোষণা জুমার নামাজের পর হতে পারে।’
তিনি আরও জানান, ‘শিক্ষক ও কর্মকর্তারা সারাদিন ভোটগ্রহণে দায়িত্ব পালন করেছেন, এখন আবার ভোট গণনায় নিয়োজিত আছেন। ফলে কিছুটা ধীরগতিতে কাজ এগোচ্ছে।’
এদিকে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় নির্বাচনের উৎসবমুখর পরিবেশে খানিকটা ভাটা পড়ে। তবে বাকিরা ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।
উল্লেখ্য, প্রায় ১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে এবার প্রায় ৮ হাজার ভোট পড়ে। সবার আগে কাজী নজরুল ইসলাম হল এবং মীর মশাররফ হোসেন হলের ব্যালট বাক্স খোলা হয় এবং গণনা শুরু করা হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031183405.webp) 
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন