শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাইনুল ইসলাম রাজু

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৩৩ এএম

রাকসুর ভিপি জাহিদ ও জিএস আম্মার

মাইনুল ইসলাম রাজু

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৩৩ এএম

রাকসুর ভিপি জাহিদ ও জিএস আম্মার। ছবি- সংগৃহীত

রাকসুর ভিপি জাহিদ ও জিএস আম্মার। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ‘অনানুষ্ঠানিক’ ফল ঘোষণা শেষ হয়েছে। এতে ভিপি পদে ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং ১১ হাজার ১১৮ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

অন্যদিকে ১ হাজার ২০ ভোটে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষাকে হারিয়ে এজিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোটগ্রহণ শেষে রাত ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনা আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় শেষ হয়। ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

নির্বাচনে ১৫ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২ হাজার ৬৮৪ ভোট। তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন আধিপত্যবিরোধী প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১১ হাজার ১১৮টি। তার প্রতিদ্বন্দী প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭টি।

এদিকে এজিএস পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দিতা হয়েছে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

হল সংসদে শিবিরের বড় ব্যবধানে জয়

রাকসু নির্বাচনে হল সংসদের শীর্ষ পদে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ঘোষিত ফলাফলে দেখা যায় প্রতিটি হলেই ভিপি, জিএস এবং এজিএস তিনটি পদই পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

মাদার বখশ হল সংসদে ভিপি পদে মো. রুবেল আলি ও জিএস পদে ইব্রাহিম হোসাইন। শেরে বাংলা ফজলুল হক হলে ভিপি পদে রানা হোসাইন ও জিএস পদে তানজীল হোসাইন। শাহ মখদুম হলে ভিপি পদে শামীম পাটোয়ারী ও জিএস পদে বায়জিদ। নবাব আব্দুল লতিফ হলে নেয়ামত উল্যাহ ও জিএস পদে নুরুল ইসলাম শহীদ। সৈয়দ আমির আলি হলে ভিপি পদে নাঈম ইসলাম ও জিএস পদে সাব্বির ইসলাম। শহীদ শামসুজ্জোহা হলে ভিপি আশিকুর রহমান ও জিএস পদে সোয়াইব হোসেন।

হবিবুর রহমান হল সংসদে ভিপি পদে আহমাদ আহসান উল্লাহ ফারহান ও জিএস পদে আশিক শিকদার। মতিহার হলে তাজুল ইসলাম ও জিএস পদে আরিফুল ইসলাম। সোহরাওয়ার্দী হলে ভিপি কাউসার হাবিব ও জিএস সাচ্ছু হোসেন। বিজয়-২৪ হলে ভিপি রাছেল মিয়া ও জিএস ইমরুল হাসান মিশকাত নির্বাচিত হয়েছেন।

নারী শিক্ষার্থীদের হলগুলোর সংসদেও বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির প্যানেল।

বেগম খালেদা জিয়া হল সংসদে ভিপি পদে সাবরিনা মারজান ও জিএস পদে জারিন তাসনিম রিফা।জুলাই-৩৬ হলে ভিপি পদে সৈয়দা সমাপিকা আহমেদ সিমি ও জিএস পদে তাসফিয়া তাবাস্সুম।রহমতুন্নেসা হলে ভিপি পদে সাইফুন নাসিরা ও জিএস পদে হাবিবা আক্তার রিয়া। মন্নুজান হলে ভিপি সুমাইয়া জাহান ও জিএস তাসমেরি জাহান তন্বী।

রোকেয়া হলে ভিপি অর্পণা হক মুগ্ধ ও জিএস মোসা. লায়লা খাতুন এবং তাপসি রাবেয়া হলে ভিপি মরিয়ম খাতুন ও জিএস তাওহিদা আক্তার বিজয়ী হয়েছেন। তারা সকলেই ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

Link copied!