নগর বাউলের কিংবদন্তি সংগীতশিল্পী জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন।
আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি।
আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে। আর সেই ইতিহাসের অংশ হতে পারেন জেমস। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন এখনো। জেমসের কনসার্ট মানেই দর্শকদের উৎসব।
তারুণ্যের উন্মাদনায় নগর বাউল ব্যান্ডসংগীতে যারা থাকছেন— ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।
‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’—এ শিরোনামের এ কনসার্টটির টিকিট ইতোমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়ে গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুটিকে আটটি ধাপে বিভক্ত করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৪৯ থেকে সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। সম্প্রতি আর্লি বার্ড টিকিটের ওপর বিশেষ ছাড় চলছে।
কনসার্টের আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন, "ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে।"
এদিকে আমেরিকায় থাকা জেমস ভক্তদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কেউ যেন এ কনসার্ট মিস না করেন সেই আহ্বান জানিয়েছেন জেমস। তিনিও মুখিয়ে আছেন শ্রোতার সমুদ্রে গিটারে সুর তুলে তার ভরাট কণ্ঠে কনসার্ট মাতাবেন বলে।
এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে যায় নগর বাউল। সেখানে তাদের ১০টি কনসার্টে গাওয়ার কথা ছিল। কিন্তু তাদের জনপ্রিয়তা এতই বেশি যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আগ্রহে ২৫টি শোতে পারফর্ম করতে হয়েছিল জেমস ও নগর বাউলকে । এবারের সফরেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নগর বাউলের লাইনআপ : ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।

 
                             
                                    
-20250315085234.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন