ঢালিউড যখন মহা সংকটে, বিনিয়োগকারী পুঁজি নিয়ে যখন চরম টেনশনে, তখন জনপ্রিয়তাকে পুঁজি করে এককভাবে ফায়দা লুটছেন শাকিব খান। ঈদনির্ভর নায়ক এখন শাকিব খান, বছরে দুই ঈদের দুই সিনেমা। মোটা অংকের পারিশ্রমিক নিয়েই দায়িত্ব শেষ।
নিজ ঘরানার কিছু ইউটিউবারকে পয়সা দিয়ে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন, ইউটিউবারদের ভাষা কি ঘটতে যাচ্ছে জানি না, অঘটন ঘটবে হয়তো, ৫০ কোটি টাকা ব্যবসা ছাড়িয়ে যাবে, এমন আজব আজগবি সংলাপে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়ার মানুষগুলো বিরক্ত ক্ষুব্ধ।
সুপারস্টার, মেগাস্টার কত উপাধি শাকিব খানকে নিয়ে, অথচ ঈদ ছাড়া শাকিব খান ফ্লপ। দেড় মাস আগে মুক্তি পাওয়া ‘দরদ’ সুপার ফ্লপ। পরিচালক অনন্য মামুন ফাটিয়ে দেবেন, কাপিয়ে দিবেন ‘দরদ’ দিয়ে, মুক্তির পর চুপসে গেলেন তিনি। মুখে কুলুপ, প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দুই থেকে তিন কোটি টাকা লোকসান হবে ‘দরদ’-এ।
শাকিব খানের চৌদ্দ বছরের রমরমা ক্যারিয়ারে প্রেক্ষাগৃহ ছিল প্রায় সাতশ। ২০২৪ এসে শুধু ৮০টি প্রেক্ষাগৃহ চালু রয়েছে। এই ৮০টি প্রেক্ষাগৃহ সারাদিনে দুই শো চলতে কষ্ট হয়। ঈদ এলে ১২০টি ১৫০টি প্রেক্ষাগৃহ চালু হয়। সিনেপ্লেক্স রয়েছে ২০ থেকে ২২টি। সুপারস্টার, মেগাস্টার একক রাজত্ব শাহরুখ খান, সালমান খানের চেয়েও জনপ্রিয় শাকিব খান, অথচ প্রেক্ষাগৃহ নেই। দর্শকরা হল বিমুখ, শুধু ঈদে শাকিব খানের সিনেমার বাজেট ১০ থেকে ১২ কোটি টাকা। এই টাকা যারা বিনিয়োগ করছেন এরা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ নয়, এদেরকে কেউ চিনেও না। এরা কালো টাকা সাদা করতেই শাকিব খানকে বেছে নিয়েছেন।
শাকিব খান অভিনীত সিনেমা কি ব্যবসা করল আর না করল মুক্তির ৭ দিনের মাথায় বলছেন ৩০ কোটি ছাড়িয়ে গেল, বাস্তবে কি তাই। শাকিব খানের মুক্তি পাওয়া সিনেমা চললো কত প্রেক্ষাগৃহে, বাংলাদেশে প্রেক্ষাগৃহ কোথায়। সিনেপ্লেক্স সংখ্যা ২২, টিকেটের মূল্য ৪০০ টাকা।
প্রযোজক পাচ্ছেন মাত্র ৫০ টাকা, দেশের দর্শকরা কি হুমড়ি খেয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন? মোটেও না। যদি বলা হয় তাহলে বলতে হবে ২৫ কোটি ৩০ কোটি টাকার ব্যবসা জিন পরীরা এসে দিয়েছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের প্রশ্ন শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন কত। কেউ কি নিজ চোখে দেখেছেন পারিশ্রমিকের অংক। শুধু কি মুখে মুখে শোনা, চতুর শাকিব খান ইনকাম টেক্স কত দিচ্ছেন তাও জানে কেউ।
চলচ্চিত্রের চরম সংকটে শিল্পীরা যখন কাজের অভাবে মানবেতর জীবন-যাপন করছেন দুই ঈদেও শাকিব খানের ছায়া দেখতে পান না কেউ। শুধু ঈদকে পুঁজি করে ফায়দা লুটে নেওয়া শাকিব খান নিজেকে নিয়েই ব্যস্ত, খবর রাখেন না ইন্ডাস্ট্রির কোনো মানুষের, রাখার প্রয়োজনও মন করেন না।
বিনিয়োগকারীর পুঁজি ফেরত এলো কি এলো না এটা মেটার নয়, তিনি এখন মেগাস্টার, সুপারস্টার। অচিরেই বলিউড নয়, হলিউড কাপাবেন দুই বিয়ে করা দুই সন্তানের জনক শাকিব খান।
 

 
                            -20250322052423.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন