মুকুল দেবের প্রয়াণে ভারতের চলচ্চিত্র দুনিয়ায় শোক নেমে এসেছে। মাত্র ৫৪ বছর বয়সে অভিনেতা মুকুল দেব মারা গেছেন। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিল্লীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
শুক্রবার (২৩ মে) গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তার।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও বন্ধুবান্ধবদের মতে, মুকুলের এই শারীরিক অবনতি শুধু অসুস্থতার কারণে নয়, বরং একাকিত্ব ও গভীর মানসিক অবসাদও বড় একটি কারণ ছিল।
মুকুলের এক সময়ের স্ত্রী শিল্পা দেব দিল্লির মেয়ে। তাদের দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
জানা যায়, বিয়ের পর থেকেই নানা তুচ্ছ বিষয় নিয়ে মতানৈক্য শুরু হয় এবং ২০০৪ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০০৫ সালে তাদের দুই বছর বয়সী কন্যা সিয়া-কে সঙ্গে নিয়ে শিল্পা দিল্লিতে চলে যান। আর ফিরে আসেননি।
বিচ্ছেদের পর মুকুলের সঙ্গে স্ত্রী শিল্পার আর কোনো সম্পর্ক ছিল না। এমনকি মুকুলের মৃত্যুর সংবাদ পাওয়ার পরও শিল্পা তাকে দেখতে আসেননি।
তবে মেয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। ২০২২ সালে মেয়ের ২০তম জন্মদিন উপলক্ষে মুকুল একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। যেখানে মেয়ের সঙ্গে না থাকার আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি।
দাম্পত্য সম্পর্ক ভাঙনের পর থেকেই মুকুল একা জীবনযাপন শুরু করেন। ধীরে ধীরে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। বিশেষ করে মায়ের মৃত্যুর পর তার একাকিত্ব আরও বেড়ে যায় এবং সে থেকেই মারাত্মক মানসিক অবসাদে ভুগতে থাকেন বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
বিচ্ছেদের প্রকৃত কারণ সম্পর্কে মুকুল কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। তবে একাকী ও নিঃসঙ্গ জীবনই ধীরে ধীরে তাকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলে।