ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

দেশে ফিরতে চান গরম পানি ছিটানো সেই অরুণা বিশ্বাস!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৫:১৮ পিএম
ঢালিউড অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। ছবি - সংগৃহীত

যে অভিনেত্রী একসময় ছাত্র আন্দোলন দমাতে গরম পানি ছিটানোর পরামর্শ দিয়েছিলেন, সেই অরুণা বিশ্বাস এখন ফিরতে চাইছেন দেশের মাটিতে! রাজপথের রাজনীতিতে বিতর্কিত হয়ে পড়ার পর কানাডা পাড়ি দেওয়া এই ঢালিউড অভিনেত্রীর হঠাৎ করে নরম সুরে ভেসে উঠেছে ‘ভালোবাসা’ আর ‘দেশে ফেরা’র বার্তা।

সময়টা ছিল উত্তাল, শেখ হাসিনার সরকারের পতনের আগে-পরে ছাত্র আন্দোলনে উত্তাল রাজপথে হঠাৎ আলোচনায় চলে আসেন অরুণা। ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বসে যেভাবে ছাত্রদের দমন করার ছক কষা হচ্ছিল, সেখানে নাকি সরাসরি পরামর্শ দিয়েছিলেন-‘গরম পানি ছিটাও’।

 অরুণা বিশ্বাস।  ছবি - সংগৃহীত

সেই স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর তার উপর সমালোচনার ঝড় বয়ে যায়। একহাত নেন নেটিজেনরা। এরপরই নীরবে কানাডায় সরে যান তিনি। তখনই শুরু তার দীর্ঘ প্রবাসজীবন।

কিন্তু এবার? সম্প্রতি এক আবেগমথিত ফেসবুক পোস্টে তিনি লিখেছেন -  ‘আবার ফিরতে হবে আমার জায়গায়, যে জায়গা একান্তই আমার।’ 

কানাডার মেট্রোরেলে একজোড়া বাঙালি মেয়ের ‘সেলিব্রিটি উত্তেজনা’ তাকে এতটাই নাড়া দিয়েছে যে, মনে হচ্ছে ফিরেই আসবেন সেই আলোঝলমলে ঢালিউডে!

সেই পোস্টে অরুণা বলেন, ‘আমার কত যে আনন্দ হচ্ছিল! নিজেকে সম্মানিত মনে হচ্ছিল। মেট্রোর সবাই তাকিয়ে, ছবি তুলছে, আর আমি... ভাবছিলাম, দেশে ফিরি না কেন?’ 

যদিও তার নাগরিকত্ব এখন কানাডার, সেখানে মা, ছেলে, ভাইসহ পুরো পরিবারই স্থায়ী। তবু দেশের টান তো আর ভোলা যায় না!

 অরুণা বিশ্বাস।  ছবি - সংগৃহীত

তবে ফেসবুক পোস্টে ‘ভালোবাসায় ভেসে যাই’ বললেও, এখনো মুখ খোলেননি গরম পানি বিতর্ক নিয়ে। সেই অধ্যায় কি ধামাচাপা দিতেই এই আবেগময় প্রত্যাবর্তনের ইঙ্গিত? নাকি আবারো পর্দায় আসবে নতুন কোনো চরিত্রে -  ঠিক আগের মতোই?

ঢালিউডে এখন গুঞ্জন -  অরুণা বিশ্বাসের ফেরা কি কেবল নস্টালজিয়া, না কি তার রাজনীতির পালে কিছু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে?