নতুন করে উড়াল দিল ম্যান অব স্টিল। দ্বিতীয় সপ্তাহেও উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে জেমস গান পরিচালিত চলচ্চিত্র ‘সুপারম্যান’। কমিক জগতের সবথেকে জনপ্রিয় চরিত্রকে নিয়ে ডিসি সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন ছবিটির এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৪০৬.৮ মিলিয়ন ডলার।
ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওজ প্রযোজিত এই সুপার হিরো ছবিটি দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় করেছে ৫৭.৩ মিলিয়ন ডলার। প্রথম সপ্তাহে যেখানে ছবিটি আয় করেছিল ১২৫ মিলিয়ন ডলারের বেশি। এখন পর্যন্ত উত্তর আমেরিকায় মোট আয় ২৩৫ মিলিয়ন ডলার, আন্তর্জাতিকভাবে ১৭১.৮ মিলিয়ন ডলার।
এই ছবির মাধ্যমে বছরের সবচেয়ে বড় প্রিভিউ আয়ের রেকর্ড গড়েছে সুপারম্যান। মুক্তির আগের রাতে আয় করে ২২.৫ মিলিয়ন ডলার, যা জেমস গানের আগের রেকর্ড ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’-এর চেয়েও বেশি। বিশ্লেষকেরা বলছেন, ডিসি ইউনিভার্সের টালমাটাল সময়ের পরে ‘সুপারম্যান’-এর এই সাফল্য প্রযোজনা সংস্থার জন্য বড় রিলিফ।
২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ ছবির প্রিভিউ আয় ছিল ২১ মিলিয়ন ডলার, যার তুলনায় নতুন ছবিটি শুরুতেই একধাপ এগিয়ে। তখন হেনরি ক্যাভিল ছিলেন সুপারম্যান, আর এখন তাঁর চেহারায় দেখা মিলছে ডেভিড করেন্সওয়েটের।
নতুন ছবিতে সুপারম্যানের বিপরীতে লেক্স লুথারের ভূমিকায় আছেন নিকোলাস হোল্ট। লইস লেন চরিত্রে র্যাচেল ব্রসনাহান, গাই গার্ডনার হিসেবে নাথান ফিলিয়ন, হকগার্ল চরিত্রে ইসাবেলা মার্কারস, মেটামরফো চরিত্রে অ্যান্থনি ক্যারিগান ও মিস্টার টেরিফিক হিসেবে এডি গাথেগি অভিনয় করেছেন।
অন্যদিকে, এই মুহূর্তে সুপারম্যানের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে মার্ভেলের বহু প্রতীক্ষিত ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। ছবিটি মুক্তি পাচ্ছে আসন্ন সপ্তাহেই।
তবে এ মুহূর্তে বক্স অফিসের আসল তারকা যে সুপারম্যান তা আর বলার অপেক্ষা রাখে না।
তথ্যসূত্র: সিনেমাব্লেন্ড, গেমসরাডার, উইকিপিডিয়া, লস৪০।