সংগীতশিল্পী আসিফ আকবর এবার প্রকাশ্যে ভরসা রাখলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের ওপর।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেশের এই আপৎকালে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহম্মদ ইউনুস স্যারেই আস্থা। সামনে আছে অপার ভবিষ্যৎ এবং সম্ভাবনা।’
পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘বাংলাদেশ ফার্স্ট’, যার মধ্য দিয়ে বুঝিয়ে দেন, দল নয়, দেশই তার কাছে বড়।’
আসিফ আকবরের পোস্টে আরও উঠে এসেছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম।
প্রত্যেকের বর্ণনায় তিনি ব্যবহার করেন ইতিবাচক শব্দাবলি-‘সুদর্শন’, ‘অভিজ্ঞ’, ‘তরুণ তুর্কী’। তিনজনের একটি ছবি শেয়ার করে শিল্পী লেখেন, ‘ছবিটা ইতিবাচক মনে হলো, চোখের শান্তি।’
‘সব দেশপ্রেম অবশ্যই এক মোহনায় মিলবে, নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবেনা, জুলাই বিপ্লব ব্যর্থ হবেনা ইনশাআল্লাহ্’।
এই মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, আসিফ আকবর বর্তমানে নিজেকে যুক্ত করছেন সেই রাজনৈতিক আবহে, যেখানে জুলাই বিপ্লব ও অন্তর্বর্তী সরকারের অংশগ্রহণ রয়েছে।
তবে এখানেই প্রশ্ন ওঠে, এই পোস্ট কি আসিফ আকবরের রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে কিনা। কদিন আগেও যিনি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সমালোচনায় সরব ছিলেন, আজ তিনিই উপদেষ্টার নেতৃত্বে আস্থা রাখছেন।
রাজনীতির এই মোচড় নতুন নয়। রাজনৈতিক চত্বরে ‘আজ যে বন্ধু, কাল সে-ই শত্রু’ হয়ে যাওয়ার প্রবণতা বরাবরের। তাই একজন শিল্পীর মুখ থেকে এমন স্পষ্ট অবস্থান প্রকাশ আদতে শিল্প ও মতপ্রকাশের স্বাধীনতার পরিচয় হলেও, তা বর্তমান রাজনীতির উত্তাল তরঙ্গে কতটা টিকবে, সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, পোস্টে উল্লিখিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও শিল্পী আসিফ আকবর সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি হলেও, একই সঙ্গে তাঁদের নাম আসায় অনেকেই ভেবে বসেছেন একি কী নতুন কোনো ‘আসিফ-যুগল’।
তবে শিল্পীর নিজের বক্তব্যেই বোঝা যায়, এই পোস্ট নিছক কোনো কাকতাল নয়, বরং গভীর রাজনৈতিক পাঠ ও অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা।
জুলাই বিপ্লব ব্যর্থ হবে না- এই বিশ্বাস নিয়ে যখন শিল্পী আসিফ আকবর নিজের অবস্থান স্পষ্ট করছেন, তখন রাজনৈতিক মাঠে এই অবস্থান নতুন কোনো সুর তুলবে কি না, সেদিকেও চোখ রাখছেন পর্যবেক্ষকরা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন