ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জনের প্রাণহানিতে শোকস্তব্ধ পুরো উপমহাদেশ। মাত্র একজন যাত্রী জীবিত ফিরে আসায় এই ট্র্যাজেডিকে ঘিরে জনমনে আরও গভীর ক্ষত তৈরি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে আসিফ জানান, এই দুর্ঘটনার খবরে তিনি চরম মানসিক চাপের মধ্যে আছেন। বার্তায় তিনি লেখেন, ‘বিমান দুর্ঘটনা আমাকে আবারও ট্রমায় ফেলেছে। প্রতিটি দুর্ঘটনাই আতঙ্ক আর হতাশায় ভরিয়ে দেয়। আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। প্রতিবার বাসা থেকে বের হয়ে জার্নির শুরু থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নিজেকে প্রস্তুত রাখি। যেন কিছু হয়ে গেলে পরিবার অন্তত একটা কাপড়ের টুকরো পায়।’
আসিফ জানান, উড্ডয়ন ও অবতরণের সময় যেন মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। তাই প্রতিটি যাত্রার আগে দোয়া দুরুদ পড়া তার অভ্যাস। তিনি লিখেছেন, ‘প্রতিটি ফ্লাইটেই দোয়া দরুদ পড়ে যাত্রা শুরু করি। আহমেদাবাদ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের শেষ মুহূর্তের আতঙ্ক, ব্যথা, আর পাইলট-ক্রুদের আর্তনাদ ভাবলেই শিউরে উঠি।’
আসিফ আরও জানান, কিছুদিন আগেই তার টিমের তিনজন সদস্য একই এয়ারলাইন্সে লন্ডনে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারাও এখন মানসিকভাবে বিপর্যস্ত। শোক জানিয়ে তিনি লেখেন, ‘আহমেদাবাদ ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। মৃত্যুই একমাত্র সত্য, তা যেন আরও একবার অনুভব করলাম।’

 
                            -20250614075450.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন