ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:২৭ পিএম
এডিশ মশা। ছবি- সংগৃহীত

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন রোগী।

রোববার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৫ শতাংশ নারী।

এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি আক্রান্তের হার চট্টগ্রামে। আর এ জ্বরে চট্টগ্রামে মারা গেছেন একজন। নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১০ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।