ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সোহরাওয়ার্দী হাসপাতালে ঘুষ বাণিজ্য, নিহাচের নিন্দা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১০:২৫ পিএম
নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ)-এর লোগো। ছবি- সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ভর্তি ও বেড বরাদ্দে ঘুষ দেওয়া-নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠন নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ)।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এক অভিযানে হাসপাতালের ভেতরে ও বাইরে দালালদের মাধ্যমে রোগীদের ভর্তি করানো ও বেড বরাদ্দের বিনিময়ে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া-নেওয়ার প্রমাণ পায়। একই সঙ্গে আউটসোর্সিং কর্মচারীদের ফ্রি ট্রলি ও বেড ব্যবহারে অর্থ দাবির বিষয়েও প্রাথমিক সত্যতা মেলে।

সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ)। 

বিবৃতিতে বলা হয়েছে, সরকারি হাসপাতাল জনগণের শেষ আশ্রয়স্থল। সেখানে দালালচক্র ও ঘুষ বাণিজ্য চলা শুধু রোগী নয়, সমগ্র স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থার অবমাননা।

সংগঠনের সভাপতি এফ এ শাহেদ বলেন, ‘আমরা দুদকের এ সাহসী অভিযানের প্রশংসা করছি, তবে এমন অনিয়মের বিরুদ্ধে এককালীন অভিযান নয়, বরং নিয়মিত মনিটরিং ও কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

নিহাচের দাবি, হাসপাতালের দালালচক্র দ্রুত শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা, আউটসোর্সিং কর্মীদের নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রোগীদের অভিযোগ জানাতে সরাসরি হেল্পডেস্ক চালু করা জরুরি।

সংগঠনটি মনে করে, ঘুষমুক্ত, সেবামুখী ও মানবিক হাসপাতালব্যবস্থা প্রতিষ্ঠাই নিরাপদ স্বাস্থ্যসেবার প্রথম শর্ত।