ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাস ও ট্রেনের অনলাইন টিকিট বিক্রি। ঘরে বসেই অনায়াসে কাটা যাচ্ছে ঈদের আগাম টিকিট।
বাসের ক্ষেত্রে ২৯ মে থেকে যাত্রার টিকিট মিলছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। আর ট্রেনের জন্য ২১ মে থেকে শুরু হয়েছে আন্তনগর টিকিট বিক্রি, যা যাত্রার ১০ দিন আগে অনলাইনে সংগ্রহযোগ্য।
অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে
ট্রেনে ভ্রমণের জন্য প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (eticket.railway.gov.bd) অথবা ‘রেলসেবা’ অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (NID), মোবাইল নম্বর এবং জন্মতারিখ।
রেজিস্ট্রেশন ধাপ:-
ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন, NID, জন্মতারিখ ও মোবাইল নম্বর দিন, মোবাইলে আসা সিকিউরিটি কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
টিকিট কাটার ধাপ:-
রেজিস্ট্রেশন শেষে লগইন করুন, ‘Purchase Ticket’ অপশনে ক্লিক করুন, যাত্রার তারিখ, স্টেশন, ট্রেনের নাম ও সিট নির্বাচন করুন, সিট খালি থাকলে ‘পারসেজ টিকিট’ অপশনে ক্লিক করুন।
পেমেন্ট ও ই-টিকিট:-
টিকিটের মূল্য ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং বা ই-ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করুন। ইমেইল বা অ্যাপে পাওয়া টিকিট প্রিন্ট করে বা মোবাইলে দেখিয়েই ভ্রমণ করা যাবে।
বাসের টিকিট কাটার অনলাইন পদ্ধতি
সহজ ডট কম, বিডি টিকিটস ও যাত্রী ডটকম-এর মতো অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে।
টিকিট কাটার ধাপ:-
যাত্রার স্থান ও তারিখ লিখে ‘Search Bus’ অপশনে ক্লিক করুন, বাস ও সময় নির্বাচন করে পছন্দের সিট সিলেক্ট করুন, যাত্রীর তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টে টাকা পরিশোধ করুন।
টিকিট ডাউনলোড:-
পেমেন্টের পর ৩০ মিনিটের মধ্যে ড্যাশবোর্ড থেকে ই-টিকিট ডাউনলোড করে নিতে পারবেন। ভ্রমণের সময় অবশ্যই প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন