মানুষের দৈনন্দিন জীবনে যেসব ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার হচ্ছে- যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, ফ্যান, কম্পিউটার ইত্যাদি- সবকিছুই প্রযুক্তির অন্তর্ভুক্ত। এই প্রযুক্তিগুলো আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং আরামদায়ক করে তুলেছে। সহজ ভাষায় বলতে গেলে, যেসব কিছু মানুষের জীবনকে সহজ করে, তা-ই প্রযুক্তি।
তবে সব কিছুরই যেমন ভালো দিক আছে, তেমনই কিছু খারাপ দিকও থাকে। প্রযুক্তিও এর ব্যতিক্রম নয়। তাই আমাদের উচিত- প্রযুক্তির উপকারগুলো গ্রহণ করা এবং এর অপকারগুলো থেকে নিজেকে সচেতনভাবে রক্ষা করা।
আসুর জেনে নেওয়া যাক প্রযুক্তি ব্যবহারের উপকারিতা ও অপকারিতা  সম্পর্কে...
 
প্রযুক্তির উপকারিতা
১.যোগাযোগে বিপ্লব
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন আমরা সারা বিশ্বে মুহূর্তেই যোগাযোগ করতে পারি। সোশ্যাল মিডিয়া, ভিডিও কল, মেসেজিং অ্যাপ ইত্যাদি আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলেছে।
২.তথ্য সহজলভ্যতা
ইন্টারনেটের মাধ্যমে এখন যেকোনো তথ্য এক ক্লিকেই পাওয়া যায়। পড়াশোনা, গবেষণা, স্বাস্থ্য- সব ক্ষেত্রেই তথ্যের সহজ অ্যাক্সেস প্রযুক্তির সবচেয়ে বড় অবদান।
৩.উন্নত সেবা
প্রযুক্তির কারণে ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শপিংসহ প্রায় সবক্ষেত্রে মানুষ ঘরে বসেই উন্নত ও দ্রুত সেবা পাচ্ছে।
৪.দূরশিক্ষা ও জ্ঞান সম্প্রসারণ
অনলাইন ক্লাস, ভার্চুয়াল লাইব্রেরি ও ই-লার্নিংয়ের মাধ্যমে দূরবর্তী এলাকাতেও শিক্ষার সুযোগ পৌঁছে গেছে।
৫.দক্ষতা বৃদ্ধি
নতুন নতুন সফটওয়্যার ও অনলাইন কোর্সের মাধ্যমে যেকেউ নিজের দক্ষতা বাড়াতে পারছে। এতে চাকরি পাওয়া এবং কর্মদক্ষতা দুইই বাড়ছে।
প্রযুক্তির অপকারিতা
১.একাকীত্ব ও সম্পর্ক দুর্বলতা
প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ বাস্তব আলাপচারিতা থেকে দূরে সরে গিয়ে ভার্চুয়াল জগতে নিমগ্ন হচ্ছে।
২.গোপনীয়তা হুমকির মুখে
ব্যক্তিগত তথ্য সহজেই অনলাইনে ফাঁস হয়ে যেতে পারে। হ্যাকারদের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাচ্ছে।
৩.অতিরিক্ত নির্ভরতা
রোবট, কম্পিউটার ও অ্যাপের ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষের নেতৃত্ব, চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে হ্রাস করছে।
৪.যুবসমাজের বিপথগামিতা
অনেক তরুণ প্রযুক্তি ব্যবহারের নামে অশ্লীল কনটেন্ট, গেম, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
৫.অপরাধের নতুন রূপ
প্রযুক্তির মাধ্যমে এখন সাইবার অপরাধ বাড়ছে। অনলাইন প্রতারণা, ফিশিং, হ্যাকিং ইত্যাদি বেড়েই চলেছে।
৬.স্বাস্থ্যঝুঁকি
দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা, মাথাব্যথা ও মানসিক চাপ বাড়ছে। অনেকেই শারীরিকভাবে অলস হয়ে পড়ছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন