আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
বুধবার (১৯ মার্চ) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া আপিল বিভাগের কার্যতালিকাতেও বিষয়টি এসেছে।
হাইকোর্ট গত ১২ জানুয়ারি এই মামলায় আসামিদের খালাস দেয়। যার মধ্যে ছিল তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর। আদালত তাদের বিরুদ্ধে দেওয়া বিচারিক আদালতের রায় বাতিল করে এবং জানায়, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ এবং চার্জশিট আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।
২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলায় বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল। তবে হাইকোর্ট সেই রায় বাতিল করে আসামিদের খালাস দেয়। এরপর রাষ্ট্রপক্ষ আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং আপিল বিভাগের মাধ্যমে রায় পুনর্বিবেচনার জন্য তোলা হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ কয়েকশ নেতা-কর্মী আহত হন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন