উপদেষ্টা পরিষদে আসছে বড় পরিবর্তন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি এবং উপদেষ্টা পরিষদের অন্যান্য শিক্ষার্থী সদস্যরা কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন। চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের।
নাহিদ ইসলাম বলেন, আমাদের দল গঠন ও রাজনৈতিক কার্যক্রমের পরিকল্পনা রয়েছে, তবে সেটি বাস্তবায়ন করতে হলে সরকারে থেকে কাজ করা সম্ভব নয়। আমি যদি ওই দলের কার্যক্রমে যুক্ত হতে চাই, তবে সরকার থেকে পদত্যাগ করবো। তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছি এবং যদি মনে করি, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি, তবে সরকারের পদ থেকে সরে দাঁড়িয়ে দলের কার্যক্রমে যুক্ত হবো।
এছাড়া, নাহিদ ইসলাম জানিয়ে দেন, আগামী কয়েকদিনের মধ্যে দলের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সকলের কাছে ঘোষণা করা হবে। দলটির আনুষ্ঠানিক ঘোষণাও এ মাসেই আসবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, রাজনৈতিক দল গঠন ও ভোটের রাজনীতি ভিন্ন বিষয়, তাই মাঠে নামার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। একই সাথে, বিএনপির অবস্থান পরিষ্কার করার পর সরকারের সঙ্গে তাদের দূরত্ব কিছুটা কমেছে বলে মনে করেন নাহিদ ইসলাম।
এদিকে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া চলছে এবং এই দলের কার্যক্রমের ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন