এক মাস সিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন দেশের মুসলিমরা। ইতিমধ্যে ঢাকাসহ দেশজুড়ে ঈদুল ফিতরের আনন্দ ও উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। সন্ধ্যায় চাঁদ দেখার পরপরই রেডিও ও টেলিভিশনে বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ...।’
ইসলামের ধর্মীয় বিধান অনুসরণ করা হয় সাধারণত হিজরি বর্ষপঞ্জির চান্দ্র মাসের হিসাবে। সেই অনুযায়ী, এবার রমজান মাসের সিয়াম সাধনা শুরু হয়েছিল খ্রিষ্টীয় দিনপঞ্জির ২ মার্চ রোববার। এরপর ২৯ রমজান (রোববার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় এবং সোমবার ঈদুল ফিতরের উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়।
ঈদ উপলক্ষে পরিবারগুলোতে সাধ্যমতো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। শিশুরা নতুন পোশাক পরিধান করে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে যাবে। ঈদের দিন, ঘুম থেকে উঠে গোসল ও অজু করে সেমাই ও মিষ্টি খেয়ে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে রওনা করবেন।
নামাজ আদায় শেষে ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করবেন। জামাত শেষে অনেকেই প্রিয়জনদের জন্য কবরস্থানে গিয়ে তাঁদের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে, আনন্দ-আড্ডায় মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 
                            -20250331021757.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন