ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি ভয়াবহভাবে বেড়েছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। ঈদের পরের দুই দিনেই রোববার (৮ জুন) ও সোমবার (৯ জুন)—সারা দেশে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদের ছুটিতে পরিবারসহ অনেকেই ঘুরতে যান, নদী, পুকুর, হ্রদ বা সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় সতর্কতার অভাবে প্রাণহানি ঘটে। এ ছাড়া শিশুদের পর্যাপ্ত নজরদারির অভাবেও দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাদের মতে, সচেতনতা বাড়ালে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব।
বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত্যুর বিস্তারিতঃ
কক্সবাজার: সৈকতের বিভিন্ন পয়েন্টে দুই দিনে ছয়জনের মৃত্যু হয়েছে। কলাতলী সায়মন বিচে সোমবার শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০) ডুবে মারা যান। রোববার লাবণী পয়েন্টে চট্টগ্রামের এক যুবক এবং শৈবাল পয়েন্টে পর্যটকসহ দুইজনের মৃত্যু হয়।
মৌলভীবাজার: জুড়ী উপজেলার হামিদপুর গ্রামে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা বাবুল আহমদ (৬০) ও মেয়ে হালিমা মোহাম্মদ (১৭) ডুবে মারা যান। হালিমা ছিলেন ভিকারুননিসা নূন স্কুলের এইচএসসি পরীক্ষার্থী।
চট্টগ্রাম: পটিয়ায় চাচা মোহাম্মদ নাছির (৫৫) ও ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫) পুকুরে ডুবে মারা যান। লোহাগাড়ায় চার বছরের শিশু তানজিম এবং পদুয়ায় এক হেফজখানার ছাত্র মারা যায়।
সিলেট: ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ১৬ বছরের কিশোর ইমন পানিতে ডুবে মারা যায়।
লক্ষ্মীপুর: রামগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে আব্দুর রহিম (৪৫) নামের এক যুবক মারা যান।
হবিগঞ্জ: সোনাই নদীর রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যান জলিল মিয়া।
দিনাজপুর: চিরিরবন্দরে ৩ বছরের শিশু আব্দুল্লাহ ও সদর উপজেলায় ১৬ বছরের কিশোর মমিনুল ইসলাম ডুবে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে দুই শিশু রাফি (৭) ও নাদিরা (৮) ডুবে মারা যায়।
গাইবান্ধা: করতোয়া নদীতে ৬২ বছরের বৃদ্ধ জবেদ আলীর মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ: টঙ্গীবাড়ীতে ২ বছরের শিশু আয়াত ডুবে মারা যায়।
নোয়াখালী: সুবর্ণচরে পুকুরে ডুবে আপন খালাতো ভাই-বোন ফারিয়া (৪) ও তাহাসিন (৫) মারা যায়।
কুমিল্লা: ব্রাহ্মণপাড়ায় ১৬ মাসের শিশু হোসাইনের মৃত্যু হয়েছে।
লালমনিরহাট: সাপ্টিবাড়িতে ৮ বছরের শিশু আপন পুকুরে ডুবে মারা যায়।
পঞ্চগড়: সদর ইউনিয়ন ও পৌরসভায় পৃথক ঘটনায় এসএসসি পরীক্ষার্থী তাওসিফ (১৬) ও ১.৫ বছরের শিশু মিনহাজ ইসলাম মারা যায়।
ময়মনসিংহ: হালুয়াঘাটে কংস নদীতে ২ বছরের শিশু সিনান মারা যায়।
কুড়িগ্রাম: রৌমারীতে মাছ ধরতে গিয়ে প্রথম শ্রেণির ছাত্র ওয়ায়েস কারনি (৫) মারা যায়।
কানাডায়ও দুই বাংলাদেশির মৃত্যু: ঈদের ছুটি কাটাতে গিয়ে কানাডার টরন্টোর একটি লেকে ডুবে মারা যান বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব। রোববার কানাডার অন্টারিও প্রদেশের স্টারজন লেকে এ ঘটনা ঘটে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন