আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে এই সম্পত্তি জব্দ করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, হুন্ডি, ইনভয়েস জালিয়াতি ও মানিলন্ডারিংসহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গোলাম দস্তগীর গাজীর নামে থাকা বিপুল স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। এসব অপরাধ সংঘবদ্ধভাবে সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন প্রায় ৪৮৮০ শতাংশ জমি, যার দলিল মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এ জমির ওপর নির্মিত গাজী টায়ার কারখানা ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা মিলিয়ে মোট বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা বলে জানিয়েছে সিআইডি।
তদন্তে আরও জানা যায়, এই সম্পত্তি তিনি মূলত ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন। বিষয়টি নিয়ে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত গত ৮ জুলাই সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
সিআইডি আরও জানিয়েছে, গোলাম দস্তগীর গাজী, তার ঘনিষ্ঠ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধান চলছে। এর পাশাপাশি বিদেশে অর্থ পাচারসংক্রান্ত বিষয়েও তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন সংস্থায় তথ্য ও নথিপত্র চেয়ে পত্র পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গোলাম দস্তগীর গাজী ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং দীর্ঘদিন ক্ষমতাসীন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন