জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘গোপালগঞ্জে যেভাবে হামলা চালানো হয়েছে, তেমনি বাংলাদেশের আরও দশটি জায়গায় হামলা চালানো হবে। কিন্তু এর মাধ্যমে আমাদের দমন করা যাবে না।’
শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।
আমরা মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের লড়ায় একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে রূপ নিয়েছে। এ লড়াই শেষ না করে আমরা থামব না। আমাদের ওপর আল্লাহ আছেন এবং আমাদের সঙ্গে আছে বাংলাদেশের জনগণ, মুন্সীগঞ্জের প্রতিবাদী জনতা।’
এ সময় তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রবাসীরাও বাংলাদেশের অংশ। আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। আমরা একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই করছি এবং ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জয়ী হব।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। আপনার সন্তান যদি গণঅভ্যুত্থানে জীবন দেয়, তবে আপনাদের কথা বলতেই হবে। পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলুন। প্রতিবাদ করুন। ইনশাল্লাহ, আমরা আমাদের অধিকার এবং মর্যাদা আদায় করব।’
পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘গোপালগঞ্জ হামলার নির্দেশদাতা, জুলাই অভ্যুত্থান, বিডিআর হত্যা, শাপলা চত্বরের ঘটনার হোতা এবং দিল্লিতে বসে থাকা হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চলার পথ ভারতীয় সিন্ডিকেটবিরোধী। এই পথে ফ্যাসিস্ট দোসররা বাধা দেবে, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করব।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যা কোনো ব্যক্তিনির্ভর নয়, বরং নীতিনির্ভর হবে। নেতৃত্ব ভুল করতেই পারে, তবে ভুল স্বীকার করে নীতি অনুসরণ করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের রাষ্ট্র প্রধান এ বিষয়টি মাথায় রেখে সকল শ্রেণিপেশার মানুষকে নিয়ে নীতিনিষ্ঠ বাংলাদেশ গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম, কৃষক, শ্রমিক, নারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম-ওলামা—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।’
এ দিন সকাল থেকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা সময় স্বল্পতার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের আগমনের পূর্বে একটি ক্ষণস্থায়ী মিছিল ও পথসভা করেন। শহীদ মিনার থেকে শুরু করে কটাখালি সড়ক হয়ে সুপারমার্কেট চত্বর পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে। পরে কৃষি ব্যাংক চত্বরে নির্মিত মঞ্চে কেন্দ্রীয় নেতারা যোগ দেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদর ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতারা।
পথসভা শেষে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :