অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে দীর্ঘ ২৭ বছরের এ সমস্যার সমাধান এখনো কিছুটা সময়সাপেক্ষ।
রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান জেলা পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে জেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, যেকোনো জায়গায় বা দেশ উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জাতিগত ও প্রকৃতিগতভাবে আমাদের এই পার্বত্য অঞ্চল বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যকে যাতে শক্তিতে রূপান্তর করা যায় সেজন্যও আমরা যথেষ্ট আন্তরিক।
এ সময় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।’ তিনি পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, ‘তাদের জীবনমান উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে।’
এ সময় অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :