নারী নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা নারী উন্নয়ন শক্তির (নাস) ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংস্থাটি এই আয়োজন করে।
১৯৯২ সালে ঢাকার খিলগাঁও থেকে যাত্রা শুরু করা এই সংস্থা আজ দেশের নারী ও শিশু উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ তিন দশকের মধ্যে ৭৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার জন্য ৪৯টি দাতা ও অংশীদারের সহায়তা গ্রহণ করা হয়েছে।
নাস এর প্রধান সাফল্যসমূহ
- ১,২৫,০০০+ নারী ও পুরুষকে প্রাথমিক শিক্ষা প্রদান।
- ২৫,০০০+ মানুষকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা।
- ২,৬০০+ যৌনকর্মীকে পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা।
- এইচআইভি ও ম্যালেরিয়া প্রতিরোধে লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা, সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী পৌঁছে দেওয়া।
- শিশু ও নারী সুরক্ষা, আইনি সহায়তা, এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন।
নাস এর প্রধান কর্মকর্তা বলেন, ‘নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। আমরা আগামী দিনেও এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সমতা, ন্যায় ও মানবাধিকারের পথে কাজ অব্যাহত রাখব।’
সংস্থা দীর্ঘ তিন দশক ধরে দেশের নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছে এবং সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন