আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আর ২ হাজার নেওয়া হবে পদোন্নতির মাধ্যমে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস-উর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ২ হাজার এএসআই সরাসরি নিয়োগের মাধ্যমে আসবেন, বাকি ২ হাজার পদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে। এই পদে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস নির্ধারণ করা হয়েছে।’
বাহারুল আলম বলেন, ‘এটি প্রথমবারের মতো ঘটছে যে, সরাসরি নিয়োগের মাধ্যমে এএসআই পদে অংশ নেওয়া যাবে। আমরা চাই, নির্বাচনের সময় মাঠে পর্যাপ্ত পুলিশ থাকবে, যাতে আইনশৃঙ্খলা রক্ষা করা যায় এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হয়।’
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, ‘সরকার নির্বাচনের ক্ষেত্রে রোল মডেল তৈরি করতে চায়। তাই মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয়। নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ও দলের প্রতি সুষ্ঠু এবং নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ ও মাঠ প্রশাসন নির্বাচনের সময় দায়িত্ব পালনে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ থাকবে। ভোটগ্রহণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা নিয়মবহির্ভূত আচরণ করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন