বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১০:০৪ পিএম

রাষ্ট্রকাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নে জার্মান স্বেচ্ছাসেবক দলের আলোচনাসভা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১০:০৪ পিএম

জার্মান নেতাদের মিলনমেলা। ছবি- রূপালী বাংলাদেশ

জার্মান নেতাদের মিলনমেলা। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। এ সভার আয়োজন করে জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্বশাখা।

মঙ্গলবার (৮ জুলাই) বার্লিনের রাইনিকেনডর্ফ এলাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জার্মান বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সুইজারল্যান্ড থেকেও কয়েকজন নেতা যোগ দেন।

সভাটি কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. ইব্রাহীম সরোয়ার এবং সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুহেব আহমেদ।

প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. সেলিম হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, সাবেক সহসভাপতি অপু চৌধুরী, কাজী রেজাউল হক সাঈদ ও আবু হানিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান ও গিয়াসউদ্দিন টিপু, বার্লিন বিএনপির সাবেক সভাপতি হামিদুল ইসলাম হেলাল, আব্দুর রউফ ও সদ্য সাবেক সভাপতি জসিম সিকদার, সাধারণ সম্পাদক বাবুল বেপারি, নূর চৌধুরী জিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।

নাসির আহমদ শাহীন বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে জনগণের কাছে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যে পুনর্গঠন করতেই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন প্রয়োজন। এই উদ্যোগ দলীয় নয়, বরং জাতীয় স্বার্থে গৃহীত একটি যুগান্তকারী রূপরেখা।’

তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন।

প্রধান বক্তা সেলিম হোসেন বলেন, ‘এই ৩১ দফা রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি একটি সমন্বিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা। এতে মৌলিক অধিকার, প্রশাসনিক জবাবদিহিতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, দুর্নীতিবিরোধী ব্যবস্থা ও বিচার বিভাগের স্বায়ত্তশাসনের বিষয় অন্তর্ভুক্ত আছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিলের কথাও এতে উল্লেখ রয়েছে।’

অন্যান্য বক্তারা ছিলেন, শফিকুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম, জাকের হোসেন, আহমেদ পলাশ, সাগর আহমেদ, মো. শরীফুর রহমান, সাজ্জাদ হোসেন আলিফ, মো. ফারুক হোসেন, মোহাইমিনুল জক মিশু, মো. ইশতিয়াক হোসেন, তানজিদ আহম্মেদ, মোহাম্মদ বিন ইয়ামিন খোকা, রাফিউর রহমান মোল্লা, সাজ্জাদ হোসেন এবং জাতীয়তাবাদী যুবদল জার্মান শাখার নেতৃবৃন্দ।

সভায় জার্মান স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি সাঈদুর রহমান সাঈদসহ কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী সাগর, আনিকা ও আরও অনেকে।
 

Shera Lather
Link copied!