ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

আত্মত্যাগকারীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপি: তারেক রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৬:৪৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

শুধু জুলাই নয়, গত ১৭ বছর ধরে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের সব স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদল আয়োজিত যুব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘জনগণের আস্থা অর্জন করতেই হবে। জনগণ যদি প্রত্যাখ্যান করে, তাহলে আপনি নেতা নন। আমাদের বার্তা হলো বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার হওয়া মানুষের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যারা শহীদ হয়েছেন, যাদের ওপর অত্যাচার হয়েছে, তাদের স্বপ্নের দেশ গড়ে তুলতেই আমাদের লড়াই।’

শিক্ষার কাঠামো বদলের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বর্তমান শিক্ষাব্যবস্থা তরুণদের বেকার করে রাখছে। তাই কর্মমুখী শিক্ষা চালুর উদ্যোগ নিচ্ছি। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলে বৈদেশিক রেমিট্যান্স বাড়ানোই আমাদের লক্ষ্য।’

তিনি জানান, ক্ষুদ্র ও কুটিরশিল্পে উৎপাদন ও রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান বাড়ানো হবে। একই সঙ্গে তরুণদের জন্য বহু ভাষা শিক্ষার ব্যবস্থাও থাকবে।

স্বাস্থ্য খাত সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, নারীদেরও এই সেবার সঙ্গে যুক্ত করা হবে।’

পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানো হবে। খাল খনন কর্মসূচিও আবার চালু করব। কৃষকদের বাঁচাতে নতুনভাবে উদ্যোগ নেব।’

শেষে তারেক রহমান বলেন, ‘জনগণ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায়। আর পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন জনগণের সহযোগিতা ও সমর্থন।’

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘একটা ধ্বংসের পথ পার করেছি। ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে। বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে হবে।’