যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী রিয়াজ রহমান হোসাইনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।
স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি প্রার্থী। ঘটনার পর মাথা, ঘাড় ও মুখে আঘাত পাওয়ায় তাকে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হৃদয় মিয়া গণমাধ্যমকে জানান, বিক্ষোভ শেষে বাসায় ফেরার সময় এক যুবক এসে তাকে ও আওয়ামী লীগকে উদ্দেশ করে গালাগাল করে। আপত্তি জানালে তিনি অতর্কিতে আক্রমণ করেন। এ সময় পুলিশ দুজনকেই আটক করে। পরে সাক্ষীদের বক্তব্যে নিশ্চিত হয়ে রিয়াজ প্রথমে আঘাত করেছিলেন বলে জানায় পুলিশ এবং হৃদয় মিয়াকে হাসপাতালে পাঠায়।
এদিকে, যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, রিয়াজ আমাদের একজন কর্মী। আমরা আশা করছি দ্রুত তার মুক্তি হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন