বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও বি. বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, ৫৪ বছর ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে সেই মালিকানা ফিরিয়ে দিতে হবে। জামায়াত সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে কসবা উপজেলা বায়েক ইউনিয়নের চৌমহনীতে গণসংযোগ, শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়, কৈখলা রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আতাউর রহমান সরকার বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ জনগণকে অধিকার বঞ্চিত করে লুটপাটতন্ত্র কায়েম হয়েছে। প্রশাসনে সর্বত্র দুর্নীতিতে আকণ্ঠ। ভেঙে পড়েছে পুরো প্রশাসনিক ব্যবস্থা। এমতাবস্থায় নতুন ব্যবস্থা গড়ে তুলতে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন। একমাত্র জামায়াতের হাতেই এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলাম নিরাপদ।
তিনি ত্রয়োদশ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য দ্বীন ইসলাম ভুইয়া, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামাল উদ্দিন,জামায়াত নেতা হুমায়ুন কবির, ইউনিয়ন জামায়াতের সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।