ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ১০:০৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জামায়াত আমির বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা আশা করি, দেশের স্থিতিশীলতা ও জনগণের স্বার্থে প্রধান উপদেষ্টা একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করবেন।’

এর আগে, এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান-অভিমান ভুলে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আল্লাহ যেন এই জাতিকে সাহায্য করেন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেন, আমিন।’