শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৪:৩৯ পিএম

মিউনিখে প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠানের ফোইনিক্স পুরষ্কার লাভ

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৪:৩৯ পিএম

মিউনিখে প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠানের ফোইনিক্স পুরষ্কার লাভ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ও জার্মানিতে ব্যাবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখা, অত্যাধুনিক ইলেক্ট্রিক সরঞ্জাম তৈরি, ডিজিটালাইজেশন এবং বিনির্মান এবং ডিজাইন লাইটিং, নির্মান শিল্পে সৃষ্টিশীলতার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় শিব শংকরের পাল ইলরক্ট্রোর তিনটি প্রতিষ্ঠানকে জার্মানির মিউনিখের শহর কর্তৃপক্ষের বিশেষ "ফোইনিক্স" পুরষ্কারে ভূষিত করেছে।

বৃহস্পতিবার বিকেলে এই উপলক্ষে মিউনিখের পুরনো টাউনহল অডিটোরিয়ামে বিশেষ পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শহর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে পুরষ্কার তুলে দেন শহরের অতিরিক্ত মেয়র ডিটার রাইটার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লেমেন্স বাউমগার্টনার ও ডিমিট্রিনা লাং। পুরষ্কার পেয়ে খুশি প্রবাসী শিব শংকর পালের সহধর্মীনি শিখা শংকর পাল এবং দুই সন্তান মাক্সি শংকর পাল এবং দিব্য শংকর পাল ও প্রতিষ্ঠানের কর্মকর্তা আলভী হাবিব। বলেন এই অর্জন গোটা বাংলাদেশের।

অনুষ্ঠানে প্রধান অতিথি মিউনিখ নগরীর অতিরিক্ত মেয়রসহ অন্যান অতিথিরা বলেন, বাংলাদেশী প্রবাসী শিব শংকর পালের স্ত্রী শিখা শংকর পাল ও তাদের সন্তানদের প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করতে পেরে আমরা গর্বিত। জার্মানিতে অসংখ্য অভিবাসীদের ভীড়ে বাংলাদেশী অভিবাসী হিসেবে শিব শংকর পাল ও তার পরিবার জার্মানি ও বাংলাদেশে সমানতালে অর্থনীতি ও সামাজিক কাজে অনবদ্য  অবদান রাখছে। তাই অনন্য  পাল ইলেক্ট্রো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানই প্রশংসার দাবিদার।

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাখোকোটি বাংলাদেশী। যারা অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায়ে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি বিভিন্নভাবে অবদান রেখে হচ্ছেন সম্মানিত । এমন একজন জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের মিউনিখে বসবাসরত প্রবাসী শিব শংকর পাল। প্রবাসী এই বাংলাদেশী জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে। তারপর নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ১৯৮৯ সালে কর্মসংস্থানের উদ্দেশে তিনি জার্মানিতে আসেন। নানা চড়াই উৎড়াই পেরিয়ে মিউনিখেই বৈদ্যুতিক কাজের ওপর পড়াশোনা শেষে ১৯৯৯ সালে গড়ে তোলেন পাল ইলেক্ট্রো । সময়ের আবর্তে এই প্রতিষ্ঠান একসময় পরিনত হয় শিল্প গ্রুপে।

উদ্যেক্তা হিসেবে ব্যাবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখায় এর আগে ২০১৭ সালে শিব শংকর পালও নিজে এই মর্যাদাপূর্ণ ফোইনিক্স পুরষ্কার লাভ করেন। তার প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সৃষ্টি করেছেন অসংখ্য কর্মসংস্থান। পূরষ্কার বিতরণী অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশীরাও অংশগ্রহণ করেন। এসময় সবাই শিব শংকর পরিবারের প্রশংসা করেন। জানান শুভেচ্ছা। এসময় শিব শংকরের পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

আরবি/জেডআর

Link copied!