সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বাদ আছর রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কনিষ্ঠ কন্যা ডা. জোবাইদা রহমান।
কোরআন তেলাওয়াত করেন ইস্ট লন্ডন মসজিদের মোয়াজ্জিন হাফিজ মনসুর রহমান। সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাদিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবেদ রাজা।
সভায় অতিথিদের স্বাগত জানান সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন। মরহুমের স্মরণে কবিতা পাঠ করেন ডা. জোবাইদা রহমানের রচিত কবিতা থেকে শাহরিয়ার রহমান রাসেল।
বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিই, সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার এম.এ সালাম, কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। এতে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কমিউনিটির অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ। দোয়া মাহফিলে স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- উপদেষ্টা শাহ আকতার হোসেন টুটুল, সহসভাপতি ফখরুল ইসলাম বাদল, খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, ফয়সল আহমদ, মুস্তাক আহমেদ, সেলিম আহমেদ, রহিম উদ্দিন, শহিদুল ইসলাম কয়েছ. মুমিত আহমেদ, মাহবুব খান নোমান, জাহাঙ্গীর হোসেন, শাহজাহান হোসেন শেনাজ, নুরুল আলী রিপন, ফয়সাল আহমেদ বশির, সুহেদুল হাসান, শাকিল আহমেদ, রাকিব আলী, শেখ মনছুর আহমেদ, এম আরিফ আহমদ, সামছুল ইসলাম, দুলাল আহমেদ, আল মামুন, রাজ মাসুদ ফরহাদ, শেরওয়ান আলী, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ রাজ. জাবেদ আহমেদ, আজিজুর রহমান, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, জিয়াউর রহমান, আবু বকর সিদ্দিক, মো. গালিব আল শোয়ইব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে সরকারের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাংবাদিক এম মোখলেসুর রহমান চৌধুরী, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, তৈমছু আলী, ডা. মনোয়ার কাদের বিটু , মো. গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি সোহেল, মো. তাজুল ইসলাম, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, আক্তার হোসেন, কাউন্সিলর শমশের চৌধুরী, কমিউনিটি নেতা ও রাজনিতিবিদ আশিকুর রহমান আশিক, এমদাদ হোসেন টিপু, নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিছবাহুজ্জামান সোহেল, গুলজার আহমেদ, শহীদুল ইসলাম মামুন, নাছিম আহমেদ চৌধুরী, হাসনাত কবির রিপন, শামসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, আজমল চৌধুরী জাবেদ, সালেহ আহমদ জিলান, শামীম আহমেদ, তৈয়বুর রহমান হুমায়ুন, তোফায়েল বাছিত তপু, এস এম লিটন, কামরুজ্জামান রতন, জামান খান, নোয়াল চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য মহিলা দলের সদস্যসচিব অঞ্জনা আলম, হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম রিবলু, আরব আমিরাত বিএনপি নেতা সাহেদ আহমেদ রাসেল, বিএনপি নেতা শরফ রাজ আহমেদ শরফু, ডালিয়া লাকুরিয়া, কদর উদ্দিন, সাদিক হাওলাদার মুক্তিযোদ্ধা, শরিফ উদ্দিন বাবু, আব্দুস শহীদ, শাহেদ উদ্দিন চৌধুরী, শরীফুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুছ, আব্দুস সালাম প্রমুখ।