গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ ফর গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি এই ঘটনার প্রতিক্রিয়ায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।
তবে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ-এর অনুসন্ধানে প্রমাণ মিলেছে, এই দাবি ভুয়া। ফ্যাক্টওয়াচ জানায়, যার ছবি ও বক্তব্য ছড়ানো হচ্ছে, সেই শোভন সৈকত নামের সেনা সদস্য ঘটনার ছয় দিন আগেই, অর্থাৎ ১০ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে চাকরি ছাড়ার ঘোষণা দেন।
শোভন সৈকত বলেন, আজ হাজারো কষ্ট বুকে নিয়ে আমার আবেগের, আমার শখের ইউনিফর্ম জমা দিয়ে বাড়ির পথে হাঁটছি। আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আজকে আমার গায়ের শখের ইউনিফর্ম জমা করতে হয়েছে। অনেকের চোখে মনে হতে পারে এটা ভুল ডিসিশন; কিন্তু আমার চোখে এটা একটি সঠিক ডিসিশন। আসলে পরিস্থিতি আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে স্পষ্ট হয়, সেনা সদস্য শোভন সৈকতের অব্যাহতি এবং গোপালগঞ্জের সংঘর্ষের মধ্যে কোনো সম্পর্ক নেই। অথচ উদ্দেশ্যমূলকভাবে এসব ছবি ও পোস্ট ভাইরাল করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
সম্প্রতি ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। এসব চিহ্নিত করে সত্য প্রকাশ ও গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।
সংস্থাটি সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে, যেকোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করে নেওয়া জরুরি।
আপনার মতামত লিখুন :