বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে লর্ডসে মাত্র ২১২ রানে অলআউট হয়েও দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছে অজিরা। প্রথম দিনের খেলা শেষে খেলায় এখন এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের পর ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে।
প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ আশা করছেন, লর্ডসের উইকেটে যে পরিমাণ বাউন্স পাচ্ছে পেসাররা। এতে করে দ্বিতীয় দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপে আরও ভাঙন ধরাতে পারবে অজি পেসাররা।
দীর্ঘদিন পর মাঠে ফিরে নিজের প্রথম ম্যাচে ৬৬ রান করা স্মিথ মনে করেন, প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া চালকের আসনে রয়েছে। এখন তারা এই সুবিধা কাজে লাগাতে চাইছে।
স্মিথ বলেন, আমার মনে হয়, খেলার পুরোটা সময় বাউন্স পরিবর্তনশীল থাকবে, যা আমরা প্রথম দিনেই দেখেছি। তাই আশা করি, সকালে আমরা কয়েকটি দ্রুত উইকেট নিতে পারব এবং তাদের শেষ করে একটি ভালো লিড নিতে পারব।
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে ১৪টি উইকেট পতনের পর অস্ট্রেলিয়া এখন ১৬৯ রানে এগিয়ে আছে।
স্মিথ আরও বলেন, আমার মনে হয় এই পর্যন্ত আমরা ভালো অবস্থানে আছি। হয়তো ব্যাট হাতে আরও বড় স্কোর গড়ার কিছু সুযোগ আমরা হাতছাড়া করেছি, তবে আমার মনে হয় উইকেট সারাদিনই কিছু না কিছু সুবিধা দিয়েছে। আমরা হয়তো আরও ভালো একটি দিন কাটাতে পারতাম, তবে আমরা এখনও ভালো অবস্থানে আছি।
স্মিথ বলেন, আমার ভালো লাগছিল, একটি বড় রানের পথে ছিলাম। লর্ডসে ব্যাট করতে আমি ভালোবাসি এবং মাঠে আমার সময়গুলো আমি উপভোগ করেছি, তবে দুর্ভাগ্যবশত ইনিংসটা বড় করতে পারিনি।
পার্ট-টাইম স্পিনার এইডেন মার্করামের বলে আউট হওয়ায় স্মিথ বিরক্ত ছিলেন, তিনি তাকে বাউন্ডারিতে মারতে গিয়ে স্লিপে একটি ক্যাচ দেন।
তিনি বলেন, আমি এখনও বুঝে উঠতে পারছি না কিভাবে এই শর্ট খেলতে গিয়ে আউট হলাম।
আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের খেলা।

 
                            -20250612014506.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন