ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ভারতের। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর বিশ্বকাপ ট্রফি জিতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে চান।
সোমবার মুম্বাইয়ে ৫০ দিনের কাউন্টডাউন অনুষ্ঠানের মাধ্যমে এই আসরের প্রস্তুতি শুরু হয়েছে।
হারমানপ্রীত বলেন, দেশের মাটিতে খেলা সবসময়ই একটা বিশেষ অনুভূতি দেয়। এবার আমরা আমাদের সেরাটা দেব, এবং সেই বাধা অতিক্রম করতে চাই। যা ভারতীয় ভক্তরা দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছেন।
অতীতে বেশ কয়েকবার ভারতীয় নারী ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও শিরোপা জিততে পারেনি। ২০০৫ সালে রানার্স-আপ, ২০১৭ সালে লর্ডসের ফাইনালে ইংল্যান্ডের কাছে হার এবং ২০২২ সালে পঞ্চম স্থানে শেষ করা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তারা নতুন উদ্যমে শুরু করতে চায়।
২০১৭ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারমানপ্রীতের ১৭৫ রানের অপরাজিত ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল স্মৃতি হয়ে আছে।
সেই ইনিংসের কথা স্মরণ করে তিনি বলেন, ওই ইনিংসটা আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু পরিবর্তন করেছিল। ফাইনাল হেরে দেশে ফেরার পর যখন মানুষ আমাদের অভ্যর্থনা জানায়, সেটা ছিল সত্যিই একটা বিশেষ মুহূর্ত।
এই কাউন্টডাউন অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা ও জেমিমা রড্রিগেজ, আইসিসি সিইও সঞ্জোগ গুপ্তা এবং অধিনায়ক হার্মনপ্রীত কৌর উপস্থিত ছিলেন।
জয় শাহ বলেন, এই বিশ্বকাপ নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি বিশ্বব্যাপী খেলাটির মর্যাদা বাড়াতে সাহায্য করবে।
আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। মোট পাঁচটি মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন