সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০১ এএম

দিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০১ এএম

দিল্লিতে বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়। ছবি- সংগৃহীত

দিল্লিতে বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়। ছবি- সংগৃহীত

ভারতের দিল্লিতে তিন শতাধিক স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকটি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ জানায়, ‘টেররাইজারস১১১’ নামের একটি দল ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠিয়েছে। রোববার সকাল ৬টা ৮ মিনিটে দিল্লির স্কুল ও প্রতিষ্ঠানের পাশাপাশি বিমানবন্দরের ঠিকানায় এই বার্তা পাঠানো হয়। একই গ্রুপ এর আগেও এ ধরনের বার্তা পাঠিয়েছিল।

ই-মেইলের শিরোনাম ছিল ‘তোমাদের ভবনের চারপাশে বোমা রাখা হয়েছে, প্রতিক্রিয়া জানাও নতুবা বিপর্যয় মোকাবিলা করো।’ বার্তায় লেখা ছিল—‘আমি সন্ত্রাসী সংগঠন টেররাইজারস ১১১-এর নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে আমি অস্পৃশ্য, আমি সীমাহীন। আমি অশুভের সন্তান, ঘৃণার প্রতীক। তোমাদের ভবনের চারপাশে বোমা রাখা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া জানাও, নতুবা রক্তের স্রোতে ভেসে যাবে।’

দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো সিআরপিএফ পাবলিক স্কুল (দ্বারকা) এবং সর্বোদয় বিদ্যালয় (কুতুব মিনার সংলগ্ন)।

তিনি বলেন, ‘পুলিশ, ফায়ার ব্রিগেড ও বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।’

গত কয়েক মাস ধরে দিল্লির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বারবার এ ধরনের ভুয়া বোমা হামলার হুমকি আসছে। প্রায় এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল ও সর্বোদয়ের আরেকটি বিদ্যালয় একই ধরনের হুমকি পেয়েছিল।

এর আগে ৯ সেপ্টেম্বর ইউনিভার্সিটি কলেজ অব মেডিকেল সায়েন্সেস (ইউসিএমএস), মৌলানা আজাদ মেডিকেল কলেজ এবং দিল্লি সচিবালয়েও বোমা হামলার হুমকি আসে। পরে সবই ভুয়া বলে ঘোষণা করা হয়।

Link copied!