পাকিস্তান সুপার লিগে পিএসএল) অংশ নেওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ রাতেই পাকিস্তান ত্যাগ করছেন। তবে পাকিস্তান থেকে সরাসরি দেশে না এসে সংযুক্ত আরব আমিরাতে যাবেন এই দুই ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো, তাঁরা যেন নিরাপদে পাকিস্তান থেকে বের হতে পারেন।’
গতকাল রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের কাছে একটি ভবনে ভারতের ড্রোন হামলার ঘটনার পর পুরো পিএসএল স্থগিত করা হয়। পরবর্তীতে টুর্নামেন্টের বাকি আটটি ম্যাচ স্থানান্তর করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে এখনও নতুন সূচি ঘোষণা করা হয়নি।
এর আগে, ভারতের সাথে পাকিস্তানের সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে বিসিবি জানিয়েছিল, তারা রিশাদ ও নাহিদকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ করছে এবং পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :