শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডল এবং দক্ষিণ আফ্রিকার পেসার টিপেসু এনটুলির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভারে ঘটনাটি ঘটে। টিপেসু এনটুলির করা প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এই ছক্কা হজম করেই মেজাজ হারান এনটুলি।
রিপন এবং মেহেদী যখন ক্রিজের মাঝে ছিলেন, তখন এনটুলি কিছু বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসেন। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে এনটুলি রিপনকে ধাক্কা দেন। কারণ জানতে চাইলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এনটুলি।
মেজাজ হারিয়ে এনটুলি কয়েকবার রিপনের দিকে তেড়ে যান এবং আম্পায়ারকে সামনে রেখেই তার হেলমেট নিয়ে টানা হ্যাঁচড়া করেন। রিপন হাত দিয়ে তা আটকানোর চেষ্টা করেন।
তবে এনটুলি সেখানেই থামেননি। হেলমেট থেকে হাত সরানোর পর আঙুল উঁচিয়ে ক্রমাগত রিপনকে কিছু বলতে থাকেন। দুই আম্পায়ার এবং অন্য ক্রিকেটাররা এসে দুজনকে আলাদা করেন।

এনটুলি তখনও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড় এসে রিপনকে কিছু বলতে থাকেন।
উল্লেখ্য, এই ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসে ৩৭১ রানের বড় সংগ্রহ গড়েছে। রিপন মণ্ডল শেষ পর্যন্ত এনটুলির বলে আউট হওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৮১ বলে ৪৩ রান করেন।
ইমার্জিং দলের এই সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। এছাড়া, ওয়ানডে সিরিজে তুমুল লড়াইয়ের পর বাংলাদেশ ট্রফি ঘরে তুলেছিল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন