ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

আজ থেকে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১০:৩৫ এএম
বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। ছবি- সংগৃহীত

কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।

টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অপরদিকে, ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।

এই সিরিজে বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ

নতুন অধিনায়ক এবং কিছু তরুণ মুখের সমন্বয়ে বাংলাদেশ শিবিরে এক ধরনের রদবদল চলছে, যা দলের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে।

শ্রীলঙ্কা তাদের পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে। পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো অভিজ্ঞ ও ফর্মে থাকা ক্রিকেটাররা দলের মূল শক্তি।

অভিজ্ঞতা, কন্ডিশন এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আজকের ম্যাচে শ্রীলঙ্কাকেই ফেভারিট ধরা হচ্ছে।

তবে বাংলাদেশও পিছিয়ে নেই। মিরাজের নেতৃত্বে তারুণ্যনির্ভর দল হলেও ক্রিকেটারদের মধ্যে নিজেদের প্রমাণ করার প্রবল তাড়না রয়েছে।

টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমদের কাছ থেকে ভালো শুরুর আশা করছে এবং মিডল অর্ডারে জাকের আলী অনিকদের মতো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রানপ্রসবা প্রেমাদাসার উইকেট তুলনামূলকভাবে ব্যাটিং সহায়ক হলেও ম্যাচের পরবর্তীতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের ফলে অনিশ্চয়তা তৈরি করতে পারে।

এদিকে, বৃষ্টি হানা দিলে টস বড় ভূমিকা রাখবে এবং যে দল প্রথমে ব্যাটিং করবে, তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।