উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পুরো দেশ কাঁদছে, আর এই বিষাদ ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটাররাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক ও মর্মান্তিক’ উল্লেখ করে লিখেছেন, বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ভুক্তভোগী সবার জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য সাহস ও কোনো এক আশাজাগানিয়া অলৌকিক মুহূর্তের প্রত্যাশা করছি।
আরেক পাকিস্তানি পেসার হাসান আলী তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সত্যিই ব্যথিত। এতগুলো নিষ্পাপ বাচ্চা দ্রুত মারা গেল।
হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন তাদের। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
বাংলাদেশ সফরে না থাকলেও, শাদাব খানও এই ঘটনায় মর্মাহত। তিনি লিখেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর পেলাম।
আমার চিন্তাভাবনা, প্রার্থনা ও সমবেদনা থাকবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা রইলো।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলীও হতাহতদের জন্য হৃদয় থেকে প্রার্থনা জানিয়েছেন।
বিসিবির শোক ও শ্রদ্ধা
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আর এর অংশ হিসেবে বাংলাদেশ দল কালো ব্যাজ পরে মাঠে নামবে।
ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং স্টেডিয়ামে কোনো গান বাজানো হবে না। বিসিবি আজ নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলেরও আয়োজন করেছে।
শোকের এই আবহের মধ্যেই আজ মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।