ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আসন্ন সিরিজে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:৩৪ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির জন্য ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৭ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে ডাচ ক্রিকেট দল। ২০ আগস্ট থেকে সিলেটে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

এখন পর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস পাঁচবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ চারটি ও ডাচরা একটিতে জয়লাভ করেছে। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ আট উইকেটে জয় পেয়েছিল।

এরপরের ম্যাচগুলোতে নেদারল্যান্ডস কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। তাই স্বাগতিকরা তাদের প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না।

নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজকে আসন্ন এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। ভালো মানের উইকেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য সিলেটকে বেছে নেওয়া হয়েছে। 

ফিটনেস, স্কিল, পাওয়ার হিটিং এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতি—সবকিছুতেই নিজেদের সেরাটা দিতে চাইছে বাংলাদেশ দল। যদিও সিলেটে বৃষ্টির কারণে অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটছে, তবুও ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত হচ্ছেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩০ আগস্ট, দ্বিতীয়টি ১ সেপ্টেম্বর এবং শেষ ম্যাচটি ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।