ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

আফগান সিরিজ খেলতে আজ দুবাই যাচ্ছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০২:৪৩ পিএম
সৌম্য সরকার। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের হতাশাজনক পারফরম্যান্সের পরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ দল। এর মধ্যেই লিটন দাসের চোটের কারণে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।

তবে সৌম্যর দলে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। ভিসা সংক্রান্ত সমস্যায় তার দুবাই যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ, বুধবার, তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে জানা গেছে।

এই তাড়াহুড়ো করে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে। আজ দুবাই পৌঁছালেও, আগামীকাল শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের তো সুযোগই নেই তার।

এমনকি পর্যাপ্ত বিশ্রামও তিনি পাবেন না। তাই প্রথম ম্যাচে সৌম্য সরকারের মাঠে নামা প্রায় অনিশ্চিত।

জানা গেছে, সৌম্য সরকার জাতীয় লিগ খেলতে ব্যস্ত ছিলেন। সঠিক সময়ে তাকে দলে ফেরানোর খবরটি দেওয়া হয়নি, যার ফলে শেষ মুহূর্তে তড়িঘড়ি করেই তাকে দুবাই যেতে হচ্ছে।

এই সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।