ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

হামজার কণ্ঠে ‘আরেকটি বড় প্রচেষ্টা বাকি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৭:৫৭ পিএম
বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

সেমিফাইনালের দুই লেগেই ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্রিস ওয়াইল্ডারের দল। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানে জয় পাওয়ার পর ফিরতি লেগে নিজেদের মাঠেও একই ব্যবধানে জিতেছে শেফিল্ড। 

দুই ম্যাচে মোট ৬-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ওয়েম্বলি ফাইনালে জায়গা করে নেয় দলটি।

এই জয়ে বড় অবদান রেখেছেন শেফিল্ডের রাইটব্যাক হিসেবে খেলা বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। পুরো মৌসুমজুড়েই রক্ষণে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসা হামজা এদিনও ছিলেন অনবদ্য। তাঁর দারুণ খেলায় ঘরের মাঠে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে হামজা লিখেন, ‘আলহামদুলিল্লাহ, কী উপভোগ্য এক রাত! আরেকটি বড় প্রচেষ্টা বাকি…সবার সঙ্গে দেখা হবে ওয়েম্বলিতে।’

এবার তাদের প্রতিপক্ষ ঠিক হবে সান্দারল্যান্ড ও কভেন্ট্রি সিটির মধ্যকার দ্বিতীয় লেগের ফলাফলের পর। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সান্দারল্যান্ড।

চ্যাম্পিয়নশিপ প্লেঅফের ফাইনাল হবে ২৪ মে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে। সেই ম্যাচে জিততে পারলেই পরের মৌসুমে প্রিমিয়ার লিগে দেখা যাবে হামজাদের।