এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর রোববার মধ্যরাতে ঢাকায় পা রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। উষ্ণ সংবর্ধনার কয়েক ঘণ্টা পর আবারও দেশের বাইরে উড়াল দিলেন তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
দেশের জার্সিতে ঐতিহাসিক সাফল্যের পর এবার ক্লাব ফুটবলের দায়িত্ব। ঋতুপর্ণা ভুটান লিগে পারো এফসি-র হয়ে খেলছেন।
আগামী ১১ জুলাই তার দল মাঠে নামবে ট্রান্সপোর্ট লেডিস এফসি-র বিপক্ষে। সেই ম্যাচের প্রস্তুতির জন্যই তিনি আজ (সোমবার) সকাল ৯টা ১০ মিনিটের ফ্লাইটে ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন।
ভুটানে যাওয়ার এই ব্যস্ততা মাথায় রেখেই বাফুফের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানটি মধ্যরাতেই সম্পন্ন হয়েছিল।
যাতে ঋতুপর্ণা ভুটানের উদ্দেশে যাত্রা করার আগে দলের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
ঋতুপর্ণা নিজেই সকালে তার ফেসবুক পেজে একটি ছবি ও পোস্ট দিয়ে তার যাত্রার খবর নিশ্চিত করেছেন।
এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়া এই ফরোয়ার্ডের চোখ এখন দেশের পাশাপাশি ভুটানের মাঠেও আলো ছড়ানোর দিকে।