আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর থেকে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপটি হবে ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশে- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুন, মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে।
টিকিট বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা জানিয়েছে, বিপুল পরিমাণ চাহিদা থাকার কারণে ধাপে ধাপে টিকিট বরাদ্দ ও বিক্রি করা হবে।
যদিও ফিফা এখনো নিশ্চিত করেনি যে, ক্লাব বিশ্বকাপের মতো এখানে ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদা অনুযায়ী টিকিটের দামের ওঠানামা) পদ্ধতি কার্যকর হবে কিনা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমরা আবারো বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত- এবার উত্তর আমেরিকায়। এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ক্রীড়াযজ্ঞ। আমরা সব ভক্তকে আহ্বান জানাই প্রস্তুত থাকতে, কারণ এগুলো হবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।’
উল্লেখ, ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল, যা পূর্ববর্তী আসরগুলোর তুলনায় একটি বড় পরিবর্তন। এর ফলে ম্যাচের সংখ্যা ও দর্শকসংখ্যা- উভয় ক্ষেত্রেই এটি হতে যাচ্ছে এক রেকর্ড ভাঙা আয়োজন।