ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মেসিকে সৌদি লিগ নিয়ে সতর্ক করলেন মাহরেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:০০ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বর্তমান চুক্তি চলতি বছরের শেষে শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS)-এর দল ইন্টার মিয়ামিতে তার মেয়াদ ডিসেম্বরেই শেষ হবে।

ফলে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। এমন পরিস্থিতিতে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির আগ্রহ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

আর সেই প্রসঙ্গেই আলোচনায় এলেন রিয়াদ মাহরেজ। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি থেকে আল আহলিতে পাড়ি জমানো এই আলজেরিয়ান তারকা সতর্ক করলেন মেসিকে।

ফরাসি ম্যাগাজিন Carré Barré-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদ মাহরেজ বলেন, সৌদি লিগে ড্রিবলারদের জন্য কোনও বিশেষ সুরক্ষা নেই। আমি নিজেও অনেকবার আঘাত পেয়েছি। এখানে প্রতিটি ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়।

তবে সতর্কতার পাশাপাশি মাহরেজের কণ্ঠে ফুটে উঠেছে মেসির প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগ। শৈশবের আইডলকে সতীর্থ হিসেবে পাওয়ার সম্ভাবনায় উচ্ছ্বসিত মাহরেজ বলেন, ওঁর সঙ্গে খেলাটা আমাদের শৈশবের স্বপ্ন।

আমরা ছোটবেলা থেকেই ওঁকে দেখে বড় হয়েছি। তিনি আমাদের আদর্শ। যদি একসঙ্গে খেলতে পারি, তবে সেটা হবে অসাধারণ একটা ব্যাপার।

তিনি আরও যোগ করেন, ভাবুন তো, মেসি যদি ১০ নম্বর হিসেবে খেলেন আর আমি ডানদিকে থাকি, মাঝে মাঝে পজিশন বদলাই—কী দারুণ হতো সেটা!

এদিকে এখন পর্যন্ত ইন্টার মিয়ামির পক্ষ থেকে মেসির চুক্তি নবায়ন বিষয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি।