ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

রোনালদোকে দলে ভেড়ানোর অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছিল রেঞ্জার্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:২৪ পিএম
রোনালদো নাজারিও। ছবি- সংগৃহীত

ফুটবল দুনিয়ায় রোনালদো নাজারিও—ভক্তদের কাছে পরিচিত ‘আর নাইন’ নামে ‘একজন কিংবদন্তি।’ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান কিংবা এসি মিলান—ইউরোপের চার জায়ান্টই পেয়েছিল ব্রাজিলের এই অদ্বিতীয় প্রতিভাকে।

তবে অনেকেই জানেন না, একসময় স্কটল্যান্ডের ক্লাব গ্লাসগো রেঞ্জার্সও তাকে দলে ভেড়াতে চেয়েছিল।

১৯৯৭ সালে বার্সেলোনা ছাড়ার সময় রোনালদো ছিলেন ইউরোপীয় ফুটবলের সবচেয়ে চাহিদাসম্পন্ন নাম। ওই মৌসুমে বার্সার জার্সিতে মাত্র ৪৯ ম্যাচে করেছিলেন ৪৭ গোল।

ঠিক সেই সময়েই রেঞ্জার্স তাকে একটি ‘অবিশ্বাস্য’ প্রস্তাব দিয়েছিল। রোনালদোর এজেন্ট জিওভান্নি ব্রাঞ্চিনি পরবর্তীতে জানিয়েছিলেন, ইন্টার মিলান, লাৎসিও ও রেঞ্জার্স—তিন ক্লাবই ব্রাজিলিয়ান তারকার পেছনে ছুটছিল।

রেঞ্জার্সের প্রস্তাব ছিল ব্যতিক্রমী। তাকে মূলত ইউরোপিয়ান ম্যাচে, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে খেলানোর শর্তেই আনা হতো। উদ্দেশ্য ছিল, ইউরোপের সেরা ট্রফি জেতা।

যদিও স্কটিশ ক্লাবগুলোর মধ্যে কেবল সেল্টিকই (১৯৬৬/৬৭ মৌসুমে) ইউরোপিয়ান কাপ জিতেছিল, চ্যাম্পিয়নস লিগ আজও অধরা রয়ে গেছে।

তবে শেষ পর্যন্ত ইন্টার মিলানের দীর্ঘদিনের আগ্রহই জয়ী হয়। বার্সেলোনা নতুন চুক্তির শর্ত মানতে না পারায় ইন্টার দ্রুত তার রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে দলে ভিড়িয়ে নেয়।

রোনালদো পরবর্তী পাঁচ মৌসুম কাটান নেরাজ্জুরির জার্সিতে, করেন প্রায় একশ ম্যাচে ৭০টির বেশি গোল অবদান। এরপর সান্তিয়াগো বের্নাবেউতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার পর ফের মিলানে ফিরে যান, তবে এবার এসি মিলানের হয়ে।

রোনালদো নিজেও এক সাক্ষাৎকারে রেঞ্জার্সের প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন।

তার ভাষায়, হ্যাঁ, সত্যি আমি গ্লাসগো রেঞ্জার্সের প্রস্তাব পেয়েছিলাম। আমরা বিষয়টি ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ইন্টার মিলানের অফারটাই সেরা মনে হয়েছে। তাই বাকিদের কাছে দুঃখপ্রকাশ করে ইন্টারকে বেছে নিয়েছিলাম।