ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ব্যাড হোমবুর্গে সাক্কারি ও পুতিনসেভার উত্তপ্ত বাক্যবিনিময়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১২:৫৯ পিএম
মারিয়া সাক্কারি ও ইউলিয়া পুতিনসেভা। ছবি- সংগৃহীত

ব্যাড হোমবুর্গে উইম্বলডনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে রোববার গ্রিসের মারিয়া সাক্কারি এবং কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভার মধ্যে সেন্টার কোর্টে হাত মেলানো নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

প্রথম রাউন্ডের ম্যাচে সাক্কারি ৭-৫, ৭-৬ (৬) গেমে জয়লাভ করলেও, ম্যাচের পর পুতিনসেভার হাত মেলানো নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন।

কোর্ট মাইক্রোফোনে সাক্কারির মন্তব্যে শোনা যায়, যখন কারো সাথে হাত মেলাও, তাদের চোখের দিকে তাকাও।

জবাবে পুতিনসেভা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে কুর্নিশ করেন, যার প্রতিক্রিয়ায় সাক্কারি তাকে ‘শুধু একজন মানুষ হও’ বলে মন্তব্য করেন। পুতিনসেভা ড্রেসিংরুমের দিকে যেতে যেতেও দু’জনের মধ্যে কথার লড়াই চলতে থাকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাক্কারি বলেন, আমার মনে হয় না, উনি কোনোদিন আমাকে ডিনারে ডাকবেন। তাতে আমার কিছু যায় আসে না। 

আমার অনেক ভালো বন্ধু আছে, আমি তাদের সঙ্গেই ডিনারে যাব। একজন খেলোয়াড় হিসেবে তার প্রতি সম্মান আছে, তবে এই পর্যন্তই।

উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে খেলা বাড হোমবুর্গ ওপেনে দ্বিতীয় রাউন্ডে সাক্কারি মুখোমুখি হবেন একাটেরিনা আলেক্সান্দ্রোভা অথবা বেলিন্ডা বেনচিচের। 

উল্লেখ্য, আসন্ন উইম্বলডন শুরু হবে ৩০ জুন।