ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৮ আগস্ট, শুক্রবারের পূর্বাভাস: সেদিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। পাঁচটি প্রধান বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এবং সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
৯ আগস্ট, শনিবারের পূর্বাভাস: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১০ আগস্ট, রোববারের পূর্বাভাস: এদিনও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। চারটি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। দেশের অন্যান্য অংশেও বিচ্ছিন্নভাবে ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :