ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জাতিসংঘে নেতানিয়াহু

‘সম্পূর্ণ বিজয়’ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালাবে ইসরায়েল

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৯:২৫ পিএম
ছবি: ইন্টারনেট

‘সম্পূর্ণ বিজয়’ না হওয়া পর্যন্ত গাজাব যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  জাতিসংঘে দেয়া এক ভাষণে এ ঘোষণা দিয়েছন তিনি।

ভাষণে নেতানিয়াহু বলেছেন, "হামাসকে চলে যেতে হবে" এবং গাজার পুনর্গঠনে তাদের কোনো ভূমিকা থাকবে না। হামাস যদি ক্ষমতায় থাকে, তবে এটি আবার সংগঠিত হবে ... এবং বারবার ইসরায়েল আক্রমণ করবে ... তাই হামাসকে চলে যেতে হবে।"

নেতানিয়াহু বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিন বলেন, লেবানন সীমান্তে তাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ইসরায়েল "হিজবুল্লাহকে অবনমিত করতে থাকবে, যা একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিকভাবে সমর্থিত যুদ্ধবিরতির আশাকে আরও ম্লান করে দেবে।

তার কথায়, “ইসরায়েলের এই হুমকি (হামাস ও হিজবুল্লাহ‍‍`র হামলা) দূর করার এবং আমাদের নাগরিকদের নিরাপদে বাড়িতে ফেরত দেয়ার অধিকার রয়েছে এবং আমরা ঠিক এটিই করছি ... আমাদের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহ প্রতিরোধ করে যাবো।"

এর আগে ইসরায়েলর প্রধানমন্ত্রী ভাষণ দেয়া শুরু করে ওয়াক আউট করেন তুর্কি প্রতিনিধিসহ অনেক দেশের প্রতিনিধিরা।